• হোম > আন্তর্জাতিক > নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরই নির্ভর করছে পরমাণু সংলাপের সফলতা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরই নির্ভর করছে পরমাণু সংলাপের সফলতা

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১০:৫৬
  • ৩৬৭

 নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরই নির্ভর করছে পরমাণু সংলাপের সফলতা

রাশিয়া ও ইরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের যে আলোচনা চলছে তার সফলতা নির্ভর করছে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর। মস্কো ও তেহরান বলছে, ভিয়েনা সংলাপ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগিয়ে গেলেই কেবল এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল শুক্রবার রাজধানী মস্কোয় রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির মধ্যকার বৈঠক থেকে এই মন্তব্য করা হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সাথে আলোচনা শেষে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান আলী বাকেরি কানি এবং গতকাল তিনি রিয়াবকভের সাথে বৈঠকে বসেন। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যায় এসব বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আলী বাকেরি কানি বলেন, পরমাণু সমঝোতাসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান, রাশিয়া ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং ইরানের ওপর আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেয়ার জন্য কাজ করা।

মস্কো সফরে আলী বাকেরি মধ্যপ্রাচ্য বিষয়ক রাশিয়ার বিশেষ দূত মিখাইল বোগদানভের সাথেও বৈঠক করেন

সূত্র : পার্সটুডে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114105 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 01:03:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group