• হোম > বাংলাদেশ > প্রবাসীর ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার

প্রবাসীর ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১১:৫৬
  • ৪০২

 প্রবাসীর ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে এক প্রবাসীর ঘর থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের প্রবাসী জয়েন উদ্দিনের বাড়ি থেকে শনিবার সকালে পুলিশ ওই লাশগুলো উদ্ধার করে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- প্রবাসী জয়েন উদ্দিনের মা জমিলা বেগম, স্ত্রী সুমি আক্তার ও সুমির পরকীয়া প্রেমিক শাহ জালাল। এ ঘটনায় প্রবাসীর চার বছরের ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ জালালের বাড়ি কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামে। সুমি ও শাহ জালালের লাশ পড়েছিল বিছানার ওপর এবং জমিলা খাতুনের লাশটি পাওয়া যায় ঘরের মেঝেতে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114109 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 11:18:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group