• হোম > ঢাকা | বাংলাদেশ > সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১২:১৮
  • ৪৩৭

 সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম (২৪), অপরজন একই জেলার মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মাইক্রোবাস যাত্রী মো: ইব্রাহীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর অনুমান সাড়ে ৬টার দিকে মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি লং ভেহিক্যাল (লরি) দাঁড়িয়ে থাকা অবস্থায় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পেছন থেকে থাক্কা দেয়। এ সময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো তিন যাত্রী। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114115 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:38:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group