• হোম > বাংলাদেশ | রাজশাহী > ২টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

২টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৪:৩৫
  • ৪৬১

 ২টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শনিবার দিবাগত রাতে উপজেলার মিরাট ইউনিয়নের মিরাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে।

শনিবার রাতে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে উপজেলার মিরাট গ্রামে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ১টি মোবাইল, ১টি সিমকার্ড উদ্ধারসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- জব্দকৃত অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল। তার বিরুদ্ধে রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা নথিভূক্ত করে থানা পুলিশের কাছে তাকে
হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114129 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 11:22:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group