• হোম > বরিশাল | বাংলাদেশ > জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৬:১০
  • ৪৭৬

 জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) সামনে রেখে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ‘আর নয় কয়লাভিত্তিক জ্বালানী, নবায়নযোগ্য জ্বালানী লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি সংবলিত ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পরিবেশ আইনবিদ লিংকন বায়েন এবং রফিকুল আলম সহ অন্যান্যরা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে কয়লা ভিত্তিক জ্বালানী নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানীর লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি প্রণয়ন ও বিনিয়োগের দাবি জানান তারা।
সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114146 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 06:39:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group