• হোম > আন্তর্জাতিক > ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত হবে ভারতে

ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত হবে ভারতে

  • রবিবার, ৩১ অক্টোবর ২০২১, ১৭:২৪
  • ৪৮৮

 ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত হবে ভারতে

ভারতের ত্রিপুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এছাড়া মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোও পুনরায় নির্মাণ করা হবে জানিয়েছে সংগঠনটি। শনিবার জমিয়তে উলামায়ে হিন্দের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যে সব মুসলিম এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে ওই অঞ্চল সফর করেছেন মাওলানা হাকিমুদ্দিন কাসমি। তিনি ভারতের বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক। এ সময় জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বলা হয়, ত্রিপুরা অঞ্চলে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সফর করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। এ সামাজিক ও ধর্মীয় সংগঠনটি বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দাঙ্গায় মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও বাড়িগুলোকে পুনরায় নির্মাণ করা হবে।

জমিয়তে উলামায়ে হিন্দ আরো বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৩০ কি.মি.দূরে অবস্থিত সিপাহিজলা এলাকায় হিন্দু দাঙ্গাকারীরা ওই অঞ্চলের মুসলমানদের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে মসজিদে ইবাদত করতেও বাধা দিচ্ছে কয়েকটি হিন্দু সংগঠন। সংগঠনটি জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যে সব মুসলিম এলাকা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে ওই অঞ্চল সফর করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল।

এদিকে এ সপ্তাহের শুরুতে নাগরিক অধিকার নিয়ে কাজ করা ‘দ্যা অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস’ সংস্থা বলেছে, তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে ২৭টির মতো উগ্রবাদী হামলা হয়েছে চরমপন্থী হিন্দুদের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মসজিদ, ঘর-বাড়ি ও সাধারণ মুসলিমদের ওপর এসব হামলা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মতো চরমপন্থী বিভিন্ন হিন্দু সংগঠন এসব হামলা চালিয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114166 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 05:34:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group