• হোম > আন্তর্জাতিক > জাপানে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

জাপানে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

  • সোমবার, ১ নভেম্বর ২০২১, ১৭:০৬
  • ৪২৬

 জাপানে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

জাপানে সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টে ৪৬৫ আসনের মধ্যে এলডিপি ২৬১ আসনে জয়লাভ করে। জাপানের পার্লামেন্টে সরকার গঠনের জন্য নূন্যতম ২৩৩ আসনের প্রয়োজন হয়।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি লাভ করে ৯৬ আসন।

এর আগে গত মাসের শুরু ইয়োশিহিদে সুগার জায়গায় জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ফুমিয়ো কিশিদা। দায়িত্ব পাওয়ার পর পরই নির্বাচনের ডাক দেন তিনি।

২০২০ সালে শিনজো আবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা চলছে জাপানে। তার পরিবর্তে প্রধানমন্ত্রী হন ইয়োশিহিদে সুগা। কিন্তু পূর্বসূরি আবের মতো জনপ্রিয় ছিলেন না তিনি। ফলে বছর খানেকের মধ্যেই তাকে সরিয়ে কিশিদাকে প্রধানমন্ত্রী পদে বসায় ক্ষমতাসীন এলডিপি।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114181 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:42:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group