• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > করোনাভাইরাসে ৫ জন আক্রান্ত চট্টগ্রামে

করোনাভাইরাসে ৫ জন আক্রান্ত চট্টগ্রামে

  • মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ০৯:৫৬
  • ৫৬২

 করোনাভাইরাসে ৫ জন আক্রান্ত চট্টগ্রামে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে এই সময়ে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।

একদিনে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৪ জন। এর মধ্যে নগরের ৩ হাজার ৯৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৬০ জন।

এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২৭ জনের মধ্যে ৭২৩ জন নগর এবং ৬০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114205 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:21:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group