• হোম > খেলা > শোয়েব মালিক ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা জবাব দিলেন

শোয়েব মালিক ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা জবাব দিলেন

  • বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১১:১১
  • ৪৫৩

 শোয়েব মালিক ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যা জবাব দিলেন

টানা চার ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। টুর্নামেন্টে কার্যত টিকে আছে বিরাট কোহলির দল।

এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিককে এক বিতর্কিত প্রশ্ন ছুড়লেন সাংবাদিক, তবে বুদ্ধিমত্তায় সেই প্রশ্নের জবাব এমনভাবে দিলেন এ অলরাউন্ডার, তাতে জবাব দেওয়া হলো, সব রকম বিতর্ক থেকেও দূরে থাকা হলো।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শোয়েব মালিক। তাকে পেয়ে ভারতের ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শোয়েবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা পাকিস্তান, অন্যটা ভারত। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে? আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে নিয়ে অবসর নেবেন। এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে?’

প্রশ্ন দুটো শুনেই গম্ভীর হয়ে পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব। একটু থেমে তিনি বলেন, ‘আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি আগে। আমরা শুধু আমাদের দলের উপরে নজর দিচ্ছি। আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে ভাবছি। এগুলো কীভাবে পূরণ করা যায়, শুধু সেটাই মাথায় রাখছি। এছাড়া ডানে-বাঁয়ে যা ঘটছে, তার দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। আর কোনোভাবেই নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা দলে ঢুকতে দেব না। আমরা এখন বিশ্বকাপে খেলছি। আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভাল করার উপরে। তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই আমাদের।’

শোয়েবের জবাব দেওয়া শেষ হতেই পাকিস্তানের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কাল (মঙ্গলবার) পাকিস্তান ম্যাচ। আপনারা সেই ম্যাচ নিয়েই প্রশ্ন করুন। অন্য দল নিয়ে নয়।’

এরপরও সাংবাদিকদের একজন প্রশ্ন করেন, ‘বলা হচ্ছে যে, জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে বলে ভারতের খেলা খারাপ হচ্ছে। এটা ঠিক নাকি সাত দিন আগে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারায় চাপে পড়ে গিয়েছে ভারত?’

মিডিয়া ম্যানেজার পাল্টা জবাব দেন, ‘আপনি দয়া করে পাকিস্তান দল নিয়ে প্রশ্ন করুন। তার বাইরে নয়।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114256 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:43:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group