• হোম > বিনোদন > এক ছবির পারিশ্রমিক ২১ কোটি!

এক ছবির পারিশ্রমিক ২১ কোটি!

  • বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১৮:৫২
  • ৪৫৯

 এক ছবির পারিশ্রমিক ২১ কোটি!

বলিউডে নতুন প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ান। তার ছবিগুলোতে দর্শকের আগ্রহটা থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে নারী ভক্তদের কাছে কার্তিকের গ্রহণযোগ্যতা ঈর্ষনীয়। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে চাহিদা সম্পন্ন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সেই চাহিদার জন্যই বাড়িয়েছেন পারিশ্রমিক। রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক চেয়েছেন ২১ কোটি রুপি। এই ছবিতে কার্তিক জুটি বেঁধেছেন কৃতি শ্যাননের সঙ্গে।

এ বছর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এবং চলতি বছরের প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘ধামাকা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত তিনি। একই সঙ্গে ‘শেহজাদা’ সিনেমার শুটিং চলছে।

‘শেহজাদা’ সিনেমাটি তামিল সিনেমা ‘আলা বৈকুণ্থাপুরামলু’র রিমেক। এই অ্যাকশন-কমেডির ছবির জন্য ২১ কোটি রুপি চেয়েছেন তিনি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বোচ্চ। এরআগে সমীর বিদওয়ানের ‘রোম-কম’ ছবির জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন কার্তিক। এ সিনেমায় কার্তিকের নায়িকা কিয়ারা আদভানি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114275 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 11:30:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group