• হোম > বাংলাদেশ > লিটারে ১৫ টাকা বাড়লো ডিজেল কেরোসিনের দাম

লিটারে ১৫ টাকা বাড়লো ডিজেল কেরোসিনের দাম

  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ০৯:১৩
  • ৪৯৮

 লিটারে ১৫ টাকা বাড়লো ডিজেল কেরোসিনের দাম

অনলাইন (৯ ঘন্টা আগে) নভেম্বর ৪, ২০২১, বৃহস্পতিবার, ১২:০৬ পূর্বাহ্ন
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। গতরাত ১২টার পর থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্র্নিধারণ করেছে। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়, তার ৭৩ শতাংশের বেশি ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্পসহ নানা ক্ষেত্রে ডিজেলের ব্যবহার রয়েছে।
গত কিছু দিন ধরেই জ্বালানি তেলের দাম বাড়ানোর আলোচনা চলছিল। দাম বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাজারে প্রায় সব জিনিসের মূল্যই বেড়েছে।

জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা
ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির অজুহাতে অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114278 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:41:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group