• হোম > বাংলাদেশ > দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • রবিবার, ৭ নভেম্বর ২০২১, ০৯:২৩
  • ৪৯৩

 দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সারাদেশে অঘোষিত ধর্মঘট পালন করছে বিভিন্ন যানবাহনের চালক ও মালিকেরা। দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কমে এসেছে। দূরপাল্লার বাসশূন্য হয়ে পড়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। তবে সব ধরনের যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ১৭টি ফেরি।

দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। সারাদেশে তেলের দাম বৃদ্ধিতে নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমে এসেছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আজ রবিবার সকালে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে পুলিশ বক্স পর্যন্ত বেশ কয়েকটি কাভার্ডভ্যান ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে সেখানে কোন যাত্রীবাহী বাস দেখা যায়নি। অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায়ও সিরিয়ালের জন্য কোন যানবাহন দেখা যায়নি।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অঘোষিত ধর্মঘটের কারণে যানবাহনের চাপ নেই। ভোগান্তি ছাড়াই যানবাহনের চালকেরা ফেরি পার হতে পারছেন।

প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114334 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 01:04:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group