• হোম > ক্রিকেট | খেলা > সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে দুঃসংবাদ

সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে দুঃসংবাদ

  • রবিবার, ৭ নভেম্বর ২০২১, ১৪:৪৯
  • ৪৮৮

 সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে দুঃসংবাদ

এবারের বিশ্বকাপে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলের মতোই পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে ইংল্যান্ড ।

শিরোপার অন্যতম ফেভারিট তারা। শিরোপার দাবিদারও। সেই যাত্রায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অনেক আগেই।

যদিও সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ধাক্বাই খেল ইংলিশরা। তাদের ১০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আর এমন হারের দিনেই দুঃসংবাদ ভেসে এলো ইংলিশ শিবিরে।

সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে মারকুটে ওপেনার জেসন রয়কে হারানোর শঙ্কায় ভুগছে দলটি। কাফ মাসল ইনজুরি পড়েছেন এ ইংলিশ তারকা।

হয়তো বিশ্বকাপ মিশনই শেষ রয়ের। এখনো নিশ্চিত করে কিছু বলা না গেলেও সেমিফাইনালের ম্যাচটি যে জেসন রয় খেলতে পারছেন না তা বোঝাই যাচ্ছে।

রয়ের ইনজুরি প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, ‘তার ইনজুরিটা ভালো ঠেকছে না আমাদের কাছে।যদিও এখনো কিছু বলা যাচ্ছে না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব আমরা। তাকে স্ক্যান করতে পাঠানোর আগে তার চলাফেরা পর্যবেক্ষণ করে দেখা হবে। আমরা আশাবাদী সে দ্রুত সুস্থ হয়ে উঠবে, যাতে শেষ এক বা দুই ম্যাচে তাকে পাওয়া যায়।’

প্রসঙ্গত, শনিবার শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে ইনজুরিতে পড়েছেন জেসন রয়। প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে দেখেশুনেই ব্যাট করছিলেন রয়। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ঘটে দুর্ঘটনা। ওপেনিং সঙ্গী জস বাটলারের ডাকে সাড়া দিয়ে সিঙ্গেলস নেওয়ার সময় ক্রিজের মাঝপথেই বাঁ-পায়ের মাংসপেশিতে টান লাগে তার।

কোনো মতে রান সম্পন্ন করলেও ব্যাট ফেলে মাঠেই শুয়ে পড়েন রয়। চোখমুখ ঢেকে ব্যথায় কোঁকাতে দেখা গেছে তাকে। পরে ফিজিও এবং সতীর্থের কাঁধে ভর দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।

তথ্যসূত্র: স্পোর্টস স্টারস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114354 ,   Print Date & Time: Saturday, 3 January 2026, 05:30:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group