• হোম > বিনোদন > আরিয়ানের গ্রেপ্তারের নেপথ্যে বিজেপি নেতার ঘনিষ্ঠজন

আরিয়ানের গ্রেপ্তারের নেপথ্যে বিজেপি নেতার ঘনিষ্ঠজন

  • সোমবার, ৮ নভেম্বর ২০২১, ১৫:৪৯
  • ৪৫১

 আরিয়ানের গ্রেপ্তারের নেপথ্যে বিজেপি নেতার ঘনিষ্ঠজন

বিনোদন ৮ নভেম্বর ২০২১, সোমবার
মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের গ্রেপ্তারের নেপথ্যে রয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ। আর তার নাম নীরজ যাদব। এমনই বিস্ফোরক অভিযোগ এনসিপি ঘনিষ্ঠ সুনীল পাটিলের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন সুনীল। এনসিপি ঘনিষ্ঠ এই সুনীল পাটিল আরিয়ান কাণ্ডের মূল চক্রী, এই অভিযোগ করেন মহারাষ্ট্র বিজেপি-র নেতা মোহিত কাম্বোজ। মোহিতের অভিযোগ, গত ২০ বছর ধরে এনসিপি নেতাদের সঙ্গে সুনীলের সখ্যতা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের ছেলে হৃষিকেশ দেশমুখের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সেই সুনীল পাটিলই এবার অভিযোগ করেন আরিয়ানদের রেভ পার্টির খবর তাকে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ নীরজ যাদব।

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আরিয়ান মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভির নাম উল্লেখ করেন সুনীল। গোসাভিকে তিনি সেপ্টেম্বর মাসের আগে চিনতেন না বলেই দাবি করেছেন। সুনীল জানান, তিনি বিজেপি কর্মী মণীশ ভানুশালিকে চিনতেন তিনি। দিল্লির এক হোটেলে মণীশ তাকে ডেকে প্রবল মারধর করে জিজ্ঞাসাবাদ করেন। তখনই তিনি আরিয়ানদের ক্রুজ পার্টির খবর জানিয়ে দিয়েছিলেন।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114403 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 05:20:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group