• হোম > বাংলাদেশ > ধর্মঘট শেষে দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

ধর্মঘট শেষে দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

  • সোমবার, ৮ নভেম্বর ২০২১, ১৬:৩২
  • ৪২১

 ধর্মঘট শেষে দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

তিন দিনের পরিবহন ধর্মঘট শেষে যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে। একসাথে অত্যধিক যানবাহনের আগমনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিটি যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি ঘাটে। তবে এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

সোমবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ‍্যাচারি পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি দেখা যায়। এসব যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে চালক ও সহযোগীরা। তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট ছোট প্রাইভেট কার কোন রকম ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যেসব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে তা দুপুরের মধ্যে স্বাভাবিকে চলে আসবে।

সূত্র:


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114407 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:57:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group