• হোম > বাংলাদেশ > প্রেম করে বিয়ে করা স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রেম করে বিয়ে করা স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১, ১০:২৪
  • ৪৬৯

 প্রেম করে বিয়ে করা স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রেম করে বিয়ে করা স্ত্রীকে শ্বশুরবাড়িতেই কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এ ঘটনা শ্বশুরবাড়িতে গিয়ে আরিফা বেগম (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী মো. হেলাল (২৫) পলাতক রয়েছে।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মো. আরিফ আলীর মেয়ে।

নিহতের পরিবার জানায়, প্রেমের সম্পর্ক পর ২০১৩ সালে আরিফা বেগমের সঙ্গে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. হেলালের বিয়ে হয়। ২০২০ সালে তাদের ছেলে সন্তানের জন্ম নেয়। বিয়ের পর থেকেই তারা খুলনা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

গত ৩দিন আগে হেলালের সঙ্গে স্ত্রী আরিফার পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর আরিফা ছেলেকে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে তার মায়ের কাছে চলে যায়।

সোমবার রাতে স্বামী মো. হেলাল শ্বশুরবাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আরিফা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী মো. হেলাল পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে গেফতারের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114418 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:30:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group