• হোম > বাংলাদেশ | রংপুর > ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১, ১১:০৩
  • ৪৫২

 ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জামালপুর সদরের ছোনটিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) ও মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।

জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, ভোরে জামালপুর থেকে ঘাটাইলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114432 ,   Print Date & Time: Tuesday, 9 September 2025, 07:10:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group