• হোম > বাংলাদেশ > টেকনাফে মাদকসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফে মাদকসহ দুই রোহিঙ্গা আটক

  • বুধবার, ১০ নভেম্বর ২০২১, ১০:৪৯
  • ৪৮৪

 টেকনাফে মাদকসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছে।

পৌরসভার ওই এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) ও উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারুনের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তা উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। এসময় স্বাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আইসসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114461 ,   Print Date & Time: Monday, 22 December 2025, 04:31:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group