• হোম > জাতীয় > গণতন্ত্রের পথে আনতে হবে দেশকে

গণতন্ত্রের পথে আনতে হবে দেশকে

  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ০৯:৫৯
  • ৪০৯

 গণতন্ত্রের পথে আনতে হবে দেশকে

দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট। সুপ্রিম কোর্টে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলেক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ মন্তব্য করেন।

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় শতাধিক আইনজীবী অংশ নেন। তারা ৭ নভেম্বরের চেতনায় আবারো জাগ্রত হয়ে এ সরকারের পতন ঘটিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।

আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়ার সভাপতিত্বে এবং সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সদস্য সচিব সিনিয়র আইনজীবী অ্যাভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আবেদ রাজা, ব্যরিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টর বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী মোহাম্মদ আলী, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114479 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:34:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group