• হোম > ঢাকা | বাংলাদেশ > টঙ্গীতে সেতুর সংস্কার কাজ শুরু

টঙ্গীতে সেতুর সংস্কার কাজ শুরু

  • রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৯:২৫
  • ৫১৮

 টঙ্গীতে সেতুর সংস্কার কাজ শুরু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের উপরে সেতুর স্ল্যাব ধসে পড়ায় সৃষ্ট যানজট সামান্য কমলেও খানাখন্দ ভরা সড়কের কারণে যানবাহন চলছে ধীরগতিতে। ফলে দিনভর মোড়ে মোড়ে যানজটের তৈরি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস-কারখানার শ্রমিকসহ স্কুল কলেজগামী বিভিন্ন ছাত্র-ছাত্রীদের। এদিকে, যান চলাচল স্বাভাবিক করতে সেতুটির ধসে পরা স্ল্যাবের সংস্কার কাজ শুরু করেছে বিআরটি কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টায় সেতুটি পরির্দশনে এসে বিআরটি প্রকল্প পরিচালক (সেতু বিভাগ) মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিশেষজ্ঞ একটি দল সেতুটির ধসে পড়া অংশ পরিদর্শন করেছে। ইতিমধ্যে সেতুটি সংস্কারে কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে ১০ থেকে ১২ দিনের মধ্যে সেতুটির ধসে পড়া অংশ সংস্কার করে যান চলাচল শুরু করা যাবে।

মহিরুল ইসলাম বলেন, আমরা সেতুটি সংস্কারে এতই গুরুত্ব দিচ্ছি যে, সেতুটি সংস্কারে বিশেষায়িত এক প্রকার কংক্রিট ব্যবহার করা হবে। আমরা বাজারে যে সিমেন্ট পাই, তা সাধারণত কংক্রিট ভেদে ১৪ দিন, ২১ দিন ও ২৮ দিনে তার কার্যকারিতা পায়। আমরা টঙ্গীর সেতুটির ধসে যাওয়া অংশ মেরামতে বিশেষ কংক্রটি জাতীয় কুইক হাইডিন্ট সিমেন্ট ব্যবহার করবো। তাতে মাত্র তিন দিনে সেতুর কার্যকারিতা ফিরে পাবে এবং স্বল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে দুর্ভোগ কমবে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে কোনো যানজট নেই। তবে সড়কে খানাখন্দ থাকায় যানবাহনগুলো চলছে ধীর গতিতে, এতে মোড়ে মোড়ে যানজটের তৈরি হচ্ছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114566 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 07:17:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group