• হোম > বাংলাদেশ > রোহিঙ্গা সমস্যার কেউ সমাধান দিতে পারে না বললেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার কেউ সমাধান দিতে পারে না বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ০৮:৫৪
  • ৪৪১

 রোহিঙ্গা সমস্যার কেউ সমাধান দিতে পারে না বললেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা বিষয়ে আলোচনা হলে সবাই বাংলাদেশের প্রতি সমবেদনা প্রকাশ করে, তবে কেউ সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

আগামীকাল সোমবার থেকে রাজধানীতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আইওরাতে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ আলোচনা করবে কি না, এ প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা বিষয়টি আমরা সব জায়গায় সুযোগ পেলে তুলে ধরি। সব দেশ আমাদের সঙ্গে একমত যে, রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যতের একমাত্র উপায়, তাদের স্বদেশে ফেরত যাওয়া। কিন্তু সবাই সমবেদনা প্রকাশ করে। সমাধান দিতে পারে না। কারণ, এ সমস্যা মিয়ানমারের তৈরি। এর সমাধানও মিয়ানমারের হাতে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমার সব শর্ত পূরণ করে আইওরার সদস্যপদের আবেদন করেছিল। কিন্তু ওদের আবেদনের বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114691 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 03:02:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group