• হোম > ঢাকা | বাংলাদেশ > মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১১:১১
  • ৪৫১

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

গাজীপুরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর থানার বাড়ইপাড়া এলাকার চন্দ্র-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, রাত সাড়ে ৯টার দিকে বাড়ইপাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে পথচারী ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

পরে চালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114746 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 10:15:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group