• হোম > বিনোদন > অর্ধযুগ পর লাইভে শখ

অর্ধযুগ পর লাইভে শখ

  • সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১১:১৮
  • ৪০২

 অর্ধযুগ পর লাইভে শখ

প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলবেন মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএম’র জনপ্রিয় সেলিব্রিটি শো রাতাড্ডায় অংশ নেবেন তিনি।

নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে বলবেন শখ। জাগো এফ এম এর রাতাড্ডা অনুষ্ঠানে কথা বলবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী শখ। এ প্রসঙ্গে শখ বলেন,‘আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সাথে সাথে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারব না।’

তিনি বলেন, ‘বাইরে থেকে একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। আজ সেই বিষয়েই বলার প্রয়োজনবোধ করেছি বলেই আমি লাইভে কথা বলতে চেয়েছি। তানভীর ভাইয়ের সাথে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি।’

উল্লেখ্য, শখের সঙ্গে অভিনেতা নিলয়ের বিবাহ বিচ্ছেদের পর মডেল জনকে বিয়ে করে সংসার শুরু করেন। এরপর সংসারে থিতু হবার কারণেই নিজের ক্যারিয়ারে নাটক, টিভিসি ও চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে দীর্ঘ বিরতি নেন। গণমাধ্যমেও তাকে নিয়ে বিভিন্ন বুলিং করা হয়েছে। সে বিষয়েও অকপটে বলতে চান অভিনেত্রী শখ। একই সাথে ক্যারিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। বর্তমানে বেশ কিছু ইভেন্ট, নাটক ও টিভিসির কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।’

আজ রোববার জাগো এফএম-এ রাত ১০টায় দুই ঘণ্টার লাইভে অংশ নেবেন মডেল আনিকা কবির শখ।

তানভীর তারেক বলেন, ‘জনপ্রিয় তারকারা সংসার সন্তানে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ক্যারিয়ার ছেড়ে দেন। কিন্তু শখ এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্তে। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরে না। আমরা সবসময় তাদের গ্লামার সময়টা নিয়েই পড়ে থাকি। তাই আজ একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।’

শখ বলেন, ‘আমাকে এদেশের দর্শকেরাই শখ বানিয়েছে। আমার নৃত্যচর্চা, মডেলিং বা অভিনয় প্রত্যেকটি জায়াগতেই আমি খুব নিষ্ঠার সাথে কাজ করেছি। জীবনে চরাই উৎরাই থাকবেই। তাই বলে আমি কখনও কোনোদিন নিজের আদি স্বত্ত্বাকে ভুলে যাবো এটা হবে না।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114750 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 10:53:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group