• হোম > বাংলাদেশ > মৃত ছেলের স্বপ্ন পূরণে ভোটের মাঠে প্রার্থী হয়ে লড়ছেন মা

মৃত ছেলের স্বপ্ন পূরণে ভোটের মাঠে প্রার্থী হয়ে লড়ছেন মা

  • বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৮
  • ৪২৫

 মৃত ছেলের স্বপ্ন পূরণে ভোটের মাঠে প্রার্থী হয়ে লড়ছেন মা

মৃত ছেলের স্বপ্ন পূরণে ভোটের মাঠে প্রার্থী হয়ে লড়ছেন মা আঞ্জুমান আরা বেগম। আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী।

বল্লভেরখাস ইউনিয়নে অটোরিকশা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ওই পদে আরও যারা লড়াই করছেন, তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত অমিত কুমার (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুর রাজ্জাক (চশমা), সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল (মোটরসাইকেল), জাতীয় পার্টির আকমল হোসেন (লাঙ্গল), আফজাল হোসেন (আনারস), মাহাতাব (ঘোড়া), কোরবান আলী (হাতপাখা), শামসুল আলম (টেবিল ফ্যান) ও মমিনুল ইসলাম (টেলিফোন)।

ভোটের মাঠে যথানিয়মে সবাই ব্যস্ত জনসমর্থন আদায়ে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমান আরাও দিবা-রাত্রি ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। ছেলে আতিকুর রহমান রাজা জনসেবার যে ব্রত নিয়ে ২০১১ সালে প্রার্থী হয়েছিলেন, সে অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই তিনি এবারে প্রার্থী হয়েছেন।

আঞ্জুমান আরা জানান, কখনও ভাবেননি প্রার্থী হবেন তিনি। কিন্তু বড় ছেলে আতিকুর রহমান রাজার মৃত্যুই তাকে নির্বাচনের মাঠে টেনেছে। রাজা বরাবরই চেয়েছিল সুখেদুখে এলাকাবাসীর পাশে থাকতে। তিলে তিলে বাড়িয়েছেন জনপ্রিয়তা। এতেই ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ২০১৫ সালের ৭ অক্টোবর তাকে রাতের আঁধারে নৃশংসভাবে খুন করে।

তার অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে তিনি বিজয়ী হতে চান। তা ছাড়া তিনি একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। নিজের ও ছেলের গড়া ভোটের মাঠসহ মোট ভোটারের অর্ধেক ১০ হাজার ৩৭ নারী ভোটারের অধিকাংশই তার পক্ষে রায় দিলে হয়তো তিনি বিজয়ী হতে পারেন বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, বল্লভেরখাস ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৪৩ জন ও নারী ভোটার ১০ হাজার ৩৭ জন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114859 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:37:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group