• হোম > জাতীয় > শুরু হলো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

শুরু হলো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  • বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৬:৫৮
  • ৪৯২

 শুরু হলো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে ১৪ নভেম্বর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন তিনি। বিকেল ৪টায় গণভবনে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরছেন সরকারপ্রধান।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফেরেন।

গ্লাসগোতে প্রধানমন্ত্রী কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্য ইভেন্টে যোগ দেন। গ্লাসগোতে অবস্থানকালে ১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি ইভেন্টে যোগ দেন। এ ছাড়া এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114865 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:47:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group