• হোম > ক্রিকেট | খেলা > আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ

  • বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৭:০৩
  • ৩৭৮

 আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যার হলেন সৌরভ গাঙ্গুলি। অনিল কুম্বলের বদলি হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নিলেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গত নয় বছরে তার অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে (কুম্বলে) ধন্যবাদ জানাতে চাই।’

২০১২ সালে প্রথমবার আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন সাবেক এই স্পিনার। এরপর ২০১৬ সালে আবারও নির্বাচিত হন কুম্বলে। ২০১৯ সালের মার্চে তৃতীয় মেয়াদে আরও একবার টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নেন তিনি।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114867 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 02:58:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group