• হোম > বাংলাদেশ | সিলেট > কমলগঞ্জে মহা-রাসোৎসব

কমলগঞ্জে মহা-রাসোৎসব

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১২:৪৫
  • ৩৭২

 কমলগঞ্জে মহা-রাসোৎসব

১, বৃহস্পতিবার
শুক্রবার (১৯ নভেম্বর) কমলগঞ্জে অনুষ্ঠিত হবে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসোৎসব। কমলগঞ্জের মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এ বছর ১৭৯তম মহারাসোৎসব পালিত হবে। একই দিনে কমলগঞ্জের আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গণে মনিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৬তম রাসোৎসব পালিত হবে। মহারাসোৎসব উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী পল্লীতে বিরাজ করছে সাজ সাজ রব।

রাসোৎসব উপলক্ষে মাধবপুর ও আদমপুর মন্ডপে নেয়া হয়েছে নানা কর্মসুচী। সাদা কাগজের নকশায় সজ্জিত মন্ডপগুলো সাজানো হয়েছে নিপুন কারুকাজে। রাসোৎসব উপলক্ষে একটি রাত্রির জন্য মানুষের মিলনতীর্থ হবে মাধবপুর জোড়া মন্ডপ আর আদমপুরের সানাঠাকুর মন্ডপ এলাকা। মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত ও দর্শনার্থীদের। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিরাট মেলা।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114913 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:37:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group