• হোম > বিনোদন > আবারও ঢাকায় কৌশানী

আবারও ঢাকায় কৌশানী

  • শনিবার, ২০ নভেম্বর ২০২১, ০৯:২২
  • ৫০১

 আবারও ঢাকায় কৌশানী

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সিনেমার নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এবার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এলেন কৌশানী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার বিমানে কলকাতা থেকে ঢাকায় রওনা হয়েছে কৌশানী। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি চাঁদপুর যাবে। আর আগামীকাল থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। আশা করি, টানা কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সিনেমার ক্যামেরা ক্লোজ করতে পারব।’

সেলিম আরও জানান, এর পরপরই সাজেকে যাবেন কৌশানী। সেখানে গানের দৃশ্য ধারণ হবে।

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও অভিনয় করছেন এতে।

এর আগে, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114944 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 04:58:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group