• হোম > বাংলাদেশ > টিকটক বানাতে গিয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

টিকটক বানাতে গিয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

  • শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১১:৪৩
  • ৪৬০

 টিকটক বানাতে গিয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

নারায়ণগঞ্জ শহরে টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা ভবন থেকে পড়ে আনিল (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে পাইকপাড়া ভূতেরগলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনিল ভূতেরগলি এলাকার নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আনিল একজন টিকটকার। তিনি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেন। তার প্রোফাইল ঘেটে দেখা গেছে সেখানে পাঁচ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

শুক্রবার আনিল বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়।

মাথা থেতলে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে জরুরি বিভাগের চিকিৎসক জি এম মোস্তফা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে নেয়ার পর আনিলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114962 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:08:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group