• হোম > বাংলাদেশ > বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে মানববন্ধন

বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২১ নভেম্বর ২০২১, ১৬:৫৬
  • ৪৪১

 বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে মানববন্ধন

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়শ্রম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে আজ রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, আয়োজক সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ।

এসময় বক্তারা পাহাড়ে ১০ দিনের ব্যবধানে দুইটি হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বনে হাতির অভয়ারণ্য গড়ে তুলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও হাতির চলাচলের স্থানে মানববসতি বন্ধ করতে আহবান জানানো হয়। পরে জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন থেকে জানানো হয় গত ১৯ বছরে এখানে হাতি মানুষের দ্বন্দে ৫৮ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। এই সময়ের মধ্যে ৩১টি হাতিকে হত্যা করা হয়েছে। এসব হাতির মৃত্যুর কারণ বৈদ্যুতিক ফাঁদ, গুলি ও ধারালো অস্ত্রের আঘাত।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115013 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:36:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group