• হোম > বাংলাদেশ > ধর্ষণ মামলায় আদালতে মামুনুল

ধর্ষণ মামলায় আদালতে মামুনুল

  • বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১১:৪১
  • ৪৪৫

 ধর্ষণ মামলায় আদালতে মামুনুল

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে বুধবার নারায়ণগঞ্জের আদালতে আনা হয়েছে।

এ মামলার বাদী জান্নাত আরা ঝরনাও আজ বুধবার আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুধবার সকাল ৯টার দিকে মামুনুলকে আদালতে আনা হয়।

দুপুর ১২টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে তোলা হবে।

নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টায় মামুনুলকে আদালতে তোলার পর ঝরনা তার করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115084 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 03:48:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group