• হোম > এদেশ > এক সময় ছবিতে কোনো কাজ পাননি অমিতাভ বচ্চন

এক সময় ছবিতে কোনো কাজ পাননি অমিতাভ বচ্চন

  • শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৮
  • ৪৯৭

 এক সময় ছবিতে কোনো কাজ পাননি অমিতাভ বচ্চন

প্রায় দু’দশক আগের কথা। অমিতাভ বচ্চনের পেশাগত জীবনের লেখচিত্র তখন খানিক নিম্নগামী। ছবিতে কাজ পাচ্ছিলেন না বলিউড শাহেনশাহ।

ঠিক এমন সময়ে ছোট পর্দার এক অনুষ্ঠানে সঞ্চালনার প্রস্তাব আসে তার কাছে। রোজগারের তাগিদে সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সেই অনুষ্ঠান অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১-এ পা রাখল শুক্রবার। অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

দীর্ঘ পথ পেরিয়ে এসে পরিবারের সদস্যদের সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ। অতীত ফিরে দেখলেন তিনি।

বলিউড বাদশাহ অকপটে বললেন, ২১ বছর কেটে গেল। ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

চোখ ভিজে এল অমিতাভের।তিনি আরও বললেন, কিন্তু তখন আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার পর মানুষের ভালবাসা পেয়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটাই আচমকা বদলে গেল।

এই অনুষ্ঠান নিরাশ করেনি অমিতাভকে। ছোট পর্দায় আসার সিদ্ধান্ত নিয়ে যে তিনি ভুল করেননি, দর্শকের ভালবাসাই তা বুঝিয়ে দিয়েছে বারবার।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115285 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 11:47:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group