• হোম > খেলা > জিম্বাবুয়ে থেকে আসা দুই নারী ক্রিকেটার কোভিড পজিটিভ

জিম্বাবুয়ে থেকে আসা দুই নারী ক্রিকেটার কোভিড পজিটিভ

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৯
  • ৪৬১

 জিম্বাবুয়ে থেকে আসা দুই নারী ক্রিকেটার কোভিড পজিটিভ

আফ্রিকার দেশগুলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝ পথে দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব বাতিল হওয়ায় সরাসরি বিশ্বকাপে সুযোগও পায় টাইগ্রেসরা। তবে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর তাদের দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে পুনরায় তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। সেই ফলের জন্য অপেক্ষা করছে বিসিবি চিকিৎসকরা।

গত ১ ডিসেম্বর দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115297 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 06:27:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group