• হোম > বাংলাদেশ > ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

  • রবিবার, ১২ ডিসেম্বর ২০২১, ১০:০১
  • ৫৩৪

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় মো. সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন একটি কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার জয়গ্রামে। বাবার নাম আব্দুল জলিল মোল্লা।

জানা যায়, ডিউটি শেষে বাজার করে বাসায় ফিরছিলেন সুমন। ফেরার পথে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী বলেন, ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি এখন হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115403 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 05:13:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group