• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > অপহরণের পর জনসংহতি সমিতির নেতাকে হত্যা

অপহরণের পর জনসংহতি সমিতির নেতাকে হত্যা

  • সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ১২:৪৯
  • ৪৫৪

 অপহরণের পর জনসংহতি সমিতির নেতাকে হত্যা

বান্দরবানে অপহরণের পর জনসংহতি সমিতির এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই নেতার নাম পুশথোয়াই মারমা (৩২)। সোমবার সকালে বান্দরবান কাপ্তাই সড়কের আমতলি পাড়ার কাছে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছে। নিহত পুশথোয়াই আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ডলু পাড়ায় হানা দিয়ে পুশথোয়াই মারমাকে তার নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমতলী এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা জানাতে না পারলেও স্থানীয়রা বলছেন মগ লিবারেশন পার্টি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানিয়েছে, এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বান্দরবানে জনসংহতি সমিতির সাথে মগ লিবারেশন পার্টি, আওয়ামী লীগসহ কয়েকটি স্থানীয় দলের মধ্যে দ্বন্দ্ব সঙ্ঘাত চলে আসছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115423 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:46:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group