• হোম > আন্তর্জাতিক > ইউরোপের আরও তিন দেশে ‘মিশন এক্সট্রিম’

ইউরোপের আরও তিন দেশে ‘মিশন এক্সট্রিম’

  • সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৩
  • ৪০৬

 ইউরোপের আরও তিন দেশে ‘মিশন এক্সট্রিম’

দেশের দর্শকদের বিমোহিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সাড়া ফেলেছে সিনেমা ‘মিশন এক্সট্রিম’।

৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমাটি। এবার নতুন করে ইউরোপের ৩টি দেশে মুক্তি পাচ্ছে এটি।

৭ জানুয়ারি একযোগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানায়, ‘মিশন এক্সট্রিম’ স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গ্লাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিনে মুক্তি পাবে। এছাড়া ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট অ্যাণ্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড ব্র্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ান-এ মুক্তি পাবে ছবিটি।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, আমাদের সিনেমাটি বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’

বিদেশি পরিবেশনা সংস্থা রিভেরী ফিল্ম বিডি-এর কর্ণধার রন্টি ইসলাম বলেন, ইউরোপে এত বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশীয় সিনেমা রিলিজ দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু, ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়।’

কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, মালেশিয়া প্রভৃতি দেশে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ।

‘মিশন এক্সট্রিম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115470 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:23:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group