• হোম > ক্রিকেট | খেলা > অন্যরকম সেঞ্চুরি অ্যান্ডারসনের

অন্যরকম সেঞ্চুরি অ্যান্ডারসনের

  • সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৮
  • ৪৪৭

 অন্যরকম সেঞ্চুরি অ্যান্ডারসনের

জেমস অ্যান্ডারসনের অন্যরকম সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬৩৪টি উইকেট শিকার করেছেন এই ইংলিশ তারকা। পেস বোলার হিসেবে তিনিই সেরা উইকেট শিকারী।

সেই অ্যান্ডারসনই নতুন রেকর্ড গড়লেন। তবে বল হাতে নয়, এবার সেঞ্চুরি করলেন ব্যাট হাতে।

অ্যাডিলেডে তৃতীয় দিনেই হয় এই নজির। ইংল্যান্ড ২৩৬ রানে অলআউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা অ্যান্ডারসন। সেই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ বার অপরাজিত থাকার নজির গড়লেন তিনি। তার ধারেকাছেও কেউ নেই।

৬১বার অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার কোর্টনি ওয়ালশ। ৫৬ বার অপরাজিত ছিলেন।শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে অ্যাডিলেড টেস্টে কার্যত হারের মুখে ইংল্যান্ড। শেষ দিনে ৩৮৬ রান তুলতে হবে তাদের। হাতে মাত্র ৬ উইকেট। অধিনায়ক জো রুটসহ প্রথম সারির ব্যাটাররা সাজঘরে ফিরে গেছেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115472 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:44:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group