• হোম > আন্তর্জাতিক > ৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে তুরস্ক

৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে তুরস্ক

  • সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬
  • ৪৩৬

 ৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে তুরস্ক

তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল চাতাকলি বলেন, তুরস্ক ৫০ লাখের বেশি শরণার্থীর বোঝা বইছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে দেশটির এসকিশেহির প্রদেশে রোববার আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ইসমাইল চাতাকলি বলেন, তুরস্ক শরণার্থীদের মন থেকে স্বাগত জানিয়েছে। অভিবাসীদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় রোধ করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা অভিবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তুর্কি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কে ৩.৭ মিলিয়ন সিরিয়ান বাস করে। এ ছাড়া উত্তর সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর দ্বারা তৈরি করা নিরাপদ এলাকায় বাস করে ২.১ মিলিয়ন।

১০ বছর আগে তুরস্কে সিরিয়া থেকে ২৫০ জনের একটি দল ঢুকেছিল। দেশ ছেড়ে পালানোর পর থেকে তারা তুরস্কে নতুন জীবন শুরু করেন। সেই ২০১১ সালে সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের তুরস্ক তার সীমান্ত খুলে দেয়। বর্তমানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় তুরস্ক বেশি সিরিয়ান অভিবাসীদের আশ্রয় দিয়েছে। উত্তর সিরিয়ায় সবচেয়ে বেশি মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে দেশটি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115481 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 02:19:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group