• হোম > খুলনা | বাংলাদেশ > মেট্টোরেলের সপ্তম চালান মোংলা বন্দরে

মেট্টোরেলের সপ্তম চালান মোংলা বন্দরে

  • বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১০:৪৫
  • ৪১৬

 মেট্টোরেলের সপ্তম চালান মোংলা বন্দরে

মোংলা বন্দরে মেট্টোরেলের সপ্তম চালান নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ-‘এসপিএম ব্যাংকক’। মঙ্গলবার দুপুর ৩ টা ৫০ মিনিটে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গত ১ ডিসেম্বের জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে আটটি বগি ও চারটি ইঞ্জিন ছাড়াও মেট্রোরেলের আরো ৪৪ প্যাকেজের ৪৯০ টনের সরঞ্জামও এসেছে।

বিদেশী জাহাজ ‘এম ভি এসপিএম ব্যাংকক’ এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান বলেন, এখন পর্যন্ত মোট সাতটি জাহাজে করে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দর এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরো একটি চালান আসার কথা রয়েছে।

সব মিলিয়ে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরো ৯০টি বগি ও ইঞ্জিন আসবে বলেও জানান তিনি।

এর আগে ছয়টি জাহাজে করে সর্বমোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে পরীক্ষামূলক চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। আগামী বছরের ১৬ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115504 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:07:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group