• হোম > বাংলাদেশ > বাড়বে তাপমাত্রা থাকছে না শৈত্যপ্রবাহ

বাড়বে তাপমাত্রা থাকছে না শৈত্যপ্রবাহ

  • বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১০:৫২
  • ৪৯১

বাড়বে তাপমাত্রা থাকছে না শৈত্যপ্রবাহ

দেশের কয়েকটি অঞ্চলে গত কয়েকদিন ধরে চলমান মাঝারি মানের শৈত্যপ্রবাহ আর থাকছে না। আজ থেকে কিছুটা বাড়তে পারে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা। এই বছরের শেষ কয়েকদিনে আর শৈত্যপ্রবাহ হবার সম্ভাবনাও নেই।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশে চলমান মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ দ্রুতই বিদায় নিচ্ছে। এ বছর আর শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনাও নেই। আজ থেকেই কিছুটা বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা। আর নতুন করে শৈত্যপ্রবাহ আসবে আবার জানুয়ারিতে।

বর্তমানে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম জেলার শৈত্যপ্রবাহে গত কয়েকদিন জনজীবনেও প্রভাব ফেলেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার পাশাপাশি দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী কয়েকদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115508 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 10:34:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group