• হোম > বাংলাদেশ > চট্টগ্রাম শহিদ মিনারে মুশতারী শফীর লাশ

চট্টগ্রাম শহিদ মিনারে মুশতারী শফীর লাশ

  • বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১১:০৫
  • ৪২৩

 চট্টগ্রাম শহিদ মিনারে মুশতারী শফীর লাশ

একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, সাহিত্যিক বেগম মুশতারী শফীর মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টায় তার লাশ শহিদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে জানাজা শেষে নগরীর চৈতন্য গলির কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার রাত পৌঁনে ৯টায় মুশতারী শফীর মরদেহ চট্টগ্রামের এনায়েতবাজার এলাকার বাসায় পৌঁছায়।

এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

সোমবার বিকাল ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৮৩ বছর বয়সি বেগম মুশতারী শফী দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল তার।

তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115512 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:25:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group