• হোম > আন্তর্জাতিক > এবার ৩ জাপানির শরীরে ওমিক্রন শনাক্ত

এবার ৩ জাপানির শরীরে ওমিক্রন শনাক্ত

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭
  • ৪২৩

 এবার ৩ জাপানির শরীরে ওমিক্রন শনাক্ত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে এবার তিন জাপানি নাগরিক শনাক্ত হয়েছেন। দেশটির ওসাকা জেলার একই পরিবারের তিন সদস্যের শরীরে দ্রুত ছড়িয়ে পড়া এই ধরন শনাক্ত হয়েছে। আজ বুধবার সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণের পরও ওমিক্রন শনাক্ত হওয়ায় বিভ্রান্তিতে পড়েছে জাপান সরকার। ওই তিনজন সম্প্রতি কোনো দেশ ভ্রমণ করেননি। ফলে স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত তিনজনের শরীরে উপসর্গ তেমন মারাত্মক নয়। তবু তাদের হাসপাতালে রাখা হয়েছে। বিগত দিনগুলোতে কারা তাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ওকিনাওয়া এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মেলে। ওই ঘাঁটিতে মোতায়েন সৈন্যদের অনেকেই বিভিন্ন দেশ ও অঞ্চলে দায়িত্ব পালন করায় সংক্রমণের উৎস জাপানের ভেতরে নয় বলে মনে করা হচ্ছিল।

জাপানের রাজধানী টোকিওতে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। টোকিও মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, বুধবার শহরটিতে নতুন করে ৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে টানা পাঁচ দিন টোকিওতে সংক্রমণ বৃদ্ধি রেকর্ড করা হলো।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115542 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:18:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group