• হোম > বিনোদন > সেই সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস

সেই সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস

  • শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১, ১১:১৩
  • ৪৪৯

 সেই সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা জানাননি তিনি।

এদিকে বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী ইলিয়াসকে নিয়ে একসঙ্গে ঘুরতে বের হোন। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘আমাদের বিজয় দিবস।’ তার এমন পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি।

ছবিতে দুজনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ। আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।

ছবির সূত্র ধরে সুবাহর কাছে জানতে চাওয়া হয় ইলিয়াসকে বিয়ে করেছেন কিনা? উত্তরে সুবাহ বলেন, বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি।

তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। তবে একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তার স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে, ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115545 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 01:11:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group