• হোম > ক্রিকেট | খেলা > প্রস্তুতি ম্যাচে দ্যুতিময় তাসকিন-রাহী

প্রস্তুতি ম্যাচে দ্যুতিময় তাসকিন-রাহী

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০৯
  • ৫০৯

 প্রস্তুতি ম্যাচে দ্যুতিময় তাসকিন-রাহী

নিউজিল্যান্ডের মাটিতে দারুণ প্রস্তুতি সারলেন বাংলাদেশ দলের পেসাররা। দুই ডান হাতি পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদের দ্যুতিময় বোলিংয়ে কোনঠাসায় দিন শেষ করলো নিউজিল্যান্ড একাদশ। আজ মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ২৭ ওভার ৩ বলে ৫ উইকেটে ৭১ রান তুলেছে স্বাগতিক দলটি।

দিনের শুরুটা দারুণ হয় টাইগার পেসারদের। বল হাতে স্বাগতিক পেসারদের চেপে ধরেন তাসকিন-রাহীরা। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে সাফল্যের দেখা পান রাহী। তার বলে মুশফিকের তালুবন্দি হয়ে ফেরেন জার্গেনসন। নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়েকেও টিকতে দেননি এই পেসার। এক বল পর লিটনের তালুবন্দি করেন কনওয়েকে।

বল হাতে দুর্দান্ত শুরু করা তাসকিনও উইকেটের দেখা পান নিজের চতুর্থ ওভারে। কট বিহাইন্ডে জেমি কামিংকে সাজঘরে ফেরান এই পেসার। মাঝে মাঝে বৃষ্টির বাধা আসলেও ধারাবাহিক আক্রমণে সেই চাপ অব্যাহত রাখে টাইগাররা। তাসকিন ও রাহীর পর সেই ধারায় চাপ ধরে রাখেন শরিফুল ও শহীদুল।

২২তম ওভারে দ্বিতীয় স্পেলে ফিরেই উইকেটের দেখা পান তাসকিন। তার দ্বিতীয় শিকার হন বয়লে। ৪৭ বলে ২০ রান করা এই ব্যাটার ক্যাচ হন লিটনের। বৃষ্টির আগে রাহীর তৃতীয় শিকার হন ৬০ বলে ১৮ রান করা রেনউইক। ২৭ ওভার ৩ বল হতেই আবার বৃষ্টি নামলে দিনের খেলা শেষ করা হয়।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115613 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 11:32:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group