• হোম > বাংলাদেশ > অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১২:১৮
  • ৪৭১

 অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে জেলার শাহজাদপুরে তিনি এ সামাজিক কর্মে অংশ নেন।

সেনাবাহিনীপ্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীপ্রধান সিরাজগঞ্জে শীতার্ত হতদরিদ্রদের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন।

সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনীপ্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115617 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:58:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group