• হোম > আন্তর্জাতিক > একদিনে ২৫০০ ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

একদিনে ২৫০০ ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

  • রবিবার, ২ জানুয়ারী ২০২২, ০৯:২৭
  • ৪৭৮

 একদিনে ২৫০০ ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

কোভিড মহামারি ও খারাপ আবহাওয়ার কারণে ক্রিসমাস মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের রেকর্ড হয়েছে। শনিবার বিশ্বজুড়ে প্রায় ৪,৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ২,৫০০টিরও বেশি ফ্লাইট বালিত করা হয়েছে।

এয়ার ট্র্যাফিক সাইট ফ্লাইটঅয়্যারের বরাতে এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, ওমিক্রন রুখতে ক্রিমমাসে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশ। ফলে সপ্তাহজুড়ে ফ্লাইট বাতিলের ঘোষণা আসছেই।

২৪ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিল শুরু হয়। ক্রিমমাসের ছুটিতেও অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এক সপ্তাহে দেশটির অন্তত ১২ হাজার ফ্লাইট বাতিল করা হলো।
করোনার সংক্রমণ রুখতে নীতিগত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আওতায় প্লেনের কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো হিমশিম খাচ্ছে। ফলে ক্রিমসাসের ছুটিতে ভ্রমণে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

অপরদিকে প্রবল তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রে মধ্যাঞ্চল। ঢেকে গেছে সেখানকার বেশ কয়েকটি বিমানবন্দর। ফলে শিকাগো-ও’হেয়ার এবং মিডওয়ে বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর থেকে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি যাত্রীদের আগেই জানানো হয়। আশা করি, তারা পুনরায় টিকিট বুকিং করতে অথবা জরুরি প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115654 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 08:53:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group