• হোম > ঢাকা | বাংলাদেশ > সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

  • রবিবার, ২ জানুয়ারী ২০২২, ১০:৪৭
  • ৪৮৮

 সাভারে যুবককে কুপিয়ে হত্যা

পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সাভারে এনামুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রবিবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শনিবার রাত ১০টার দিকে সাভারের রাজফুল বাড়ীয়া এলাকার নিজ বাসার সামনে এলোপাতাড়ি কোপানো হয় এনামুলকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

নিহত এনামুল গাইবান্দা জেলার সদরে গ্রামের রুহুল ছেলে। তিনি সাভারের শুভাপুর একটি কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে সাভারের এলাকার বাসার সামনে এলোপাতাড়ি কোপানো হয় এনামুলকে।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এস আই) এখলাছ উদ্দিন বলেন, নিহতের মরাদেহ এখনো এনাম মেডিক্যালে রয়েছে। চিকিৎসার টাকা বাকির জন্য মরদেহ এখনো সেখানে রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115665 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 01:40:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group