• হোম > অর্থনীতি > সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

  • রবিবার, ২ জানুয়ারী ২০২২, ১০:৫৮
  • ৫৩৫

 সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১০টা ৩৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮১৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৪১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৫৩ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115667 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:42:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group