• হোম > অন্যান্য > বনের রাজাকে কোলে নিয়ে ছুটছেন মহিলা!

বনের রাজাকে কোলে নিয়ে ছুটছেন মহিলা!

  • বুধবার, ৫ জানুয়ারী ২০২২, ১৯:৩৭
  • ৪০৭

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসছেন এক মহিলা। তার কোলে ছটফট করছে একটা কিছু। যেন কুকুরকে কোলে করে আনছেন তিনি। কিন্তু একটু কাছে আসতেই ভুল ভাঙে সবার। কুকুর কোথায়! এ তো আস্ত এক সিংহ! ছোট বাচ্চা সিংহ নয়, রীতিমতো পেল্লাই মাপের!

কুয়েতের রাস্তার এই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়েছে। ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন সেটি, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সম্প্রতি কুয়েতে একটি পোষ্য সিংহ খাঁচা থেকে কোনও ভাবে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুয়েত সিটিতে। এরপরে সাবাহিয়া এলাকার লোকালয়ে সিংহটি দেখা যায়। পরে ওই এলাকাতেই এক মহিলাকে ওই সিংহটিকে নিয়ে কোলে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়।
ওই মহিলাই সিংহের মালকিন। বাড়ির বাচ্চাকে ঘাড় ধরে বাড়ি ফেরানোর মতো রীতিমতো জোর করে তিনি নিয়ে যাচ্ছেন সিংহটিকে। ভিডিওতে সিংহটিকে গর্জন শুনতে পাওয়া গিয়েছে। দেখা গেছে, প্রবল বেগে হাত-পা ছুড়ছে সে।

প্রসঙ্গত, সিংহ বা বাঘ পোষা কুয়েতে বেআইনি। তবে অনেকেই আইন মানেন না। সিংহ, চিতা, বাঘ এবং অন্যান্য প্রাণী বাড়িতেই পোষেন। তেমনই একটি পোষা সিংহ পালিয়ে গেছিল, তাকে কোলে করে ফেরালেন মালকিন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115814 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:38:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group