• হোম > বিনোদন > বাড়ির বাইরে পা রাখেননি, সব স্বাস্থ্যবিধি মেনেও করোনা আক্রান্ত মিমি!

বাড়ির বাইরে পা রাখেননি, সব স্বাস্থ্যবিধি মেনেও করোনা আক্রান্ত মিমি!

  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২, ১২:১৭
  • ৪২৭

মিমি চক্রবর্তী

পা রাখেননি বাড়ির বাইরে। শুধু তা-ই নয়, মেনে চলেছেন যাবতীয় স্বাস্থ্যবিধি। কিন্তু তারপরও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ মিমি চক্রবর্তী।

আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মতো সব ধরনের কোভিড সতর্কতা মেনে চলছেন।

এ প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানিয়েছেন, গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখেননি তিনি। কোনও জনসমাবেশেও যোগ দেননি। বাইরের কারও সংস্পর্শে না আসা সত্ত্বেও তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ভীষণভাবে কাবু করে ফেলেছে তাকে। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
পাশাপাশি সবাইকে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন এই তারকা-সাংসদ। মিমির মন্তব্য, “সকলকে অনুরোধ করছি যাবতীয় সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকি না নিয়ে মাস্ক পরুন। সাবধানে থাকুন।”সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115858 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 05:12:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group